দর্শনীয় স্থান
১। সনমান্দী আয়নাল শাহ মাজার
মোগড়া পাড়া চৌরাস্তা হতে ২০ টাকা অটো রিক্সা ভাড়া দিয়ে অতি সহজে এই আয়নাল শাহ মাজারে আসা যওয়া করা যায়।এখানে বেশ কয়েক জন ধর্মপ্রান মুসলমানদের কবরস্হান আছে । প্রতিবৃহস্হপতিবার অসংখ্য আশেকানে ভক্ত কুল এখানে মাজার জিয়ারত করতে আসেন। |
২। অলিপুরা বাজার রাবার ড্যাম ব্রীজ
পুরাতন ব্র²পুত্র নদীতে রাবারের বাঁধ ও ব্রীজ তৈরী করে এই নদীর জোয়ার ও ভাটা নিয়ন্ত্রন করে উভয় কুলের হাজার হাজার একর জমির ফসল ফলাতে এই নদীর পানি ব্যবহার করা হয়। এটি একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ব্রীজ। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস