যোগাযোগ ব্যবস্থা
রাজধানী ঢাকা থেকে সনমান্দীইউনিয়ন এর দূরত্ব ২৩ কিলোমিটার। এখানে সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে বাস। এছাড়া /ইজিবাইক/সিএনজি/গতি/রেন্ট-এ-কার এবং নিজস্ব যানবাহনে মধ্যবিত্ত ও বিত্তশালীগণ ভ্রমণ করেন। ইউনিয়ন এর প্রাণকেন্দ্রবাংলাবাজারহতে উপজেলা সদরে যোগাযোগের মাধ্যম হচ্ছে গতিগাড়ি, ইজি বাইক এবং রিক্সা। এছাড়া ইউনিয়ন পরিষদ অফিসসহ ইউনিয়ন এর সকল অভ্যত্মরীন যোগাযোগের ক্ষেত্রে একমাত্র মাধ্যম হচ্ছে ইজিবাইক এবং রিকসা। অভ্যত্মরীন মালামাল পরিবহনেও ব্যবহৃত হয় ভ্যান, রিক্সা ইত্যাদি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঢাকা সহ দেশের সর্বত্র থেকে মালামাল পরিবহনে ট্রাকের মাধ্যমে আনা নেওয়া হয়। আংশিক নদী পথে ট্রলার এর মাধ্যমেও হয়ে থাকে। গুরম্নত্বপূর্ণ রোগী বহনে। একমাত্র মাধ্যম রেন্ট-এ-কার। এছাড়া মাঝে মাঝে ক্লিনিকগুলির এ্যাম্বলেন্সও ব্যবহার হয়ে থাকে।
|
ভাড়ার তালিকা (বর্তমান)
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস